• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পাকিস্তানে ১টি ডিমের দাম ৩০ রুপি; আদার কেজি ১০০০

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০  

অর্থনৈতিক সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে পাকিস্তানে। কোনো কোনো এলাকায় একেকটি ডিম বিক্রি হচ্ছে ৩০ রুপিতে। পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য খাদ্যদ্রব্যের দামও। এক কেজি চিনির দাম একশ’ রুপির বেশি। একই চিত্র তেল-ঘিসহ অন্যান্য পণ্যেও।

আমদানি করা প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে এক হাজার রুপিতে। হঠাৎ করেই নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির মধ্য ও নিম্নবিত্তের মানুষ।

অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতি বাড়ার প্রভাব পড়েছে খাদ্যপণ্যের মূল্যে। সম্প্রতি পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ১৪ দশমিক ৬ শতাংশ ছাড়িয়েছে। যা গেলো ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতির এ অবস্থায় ক্ষোভ বাড়ছে ইমরান খান সরকারের বিরুদ্ধে।

ঝালকাঠি আজকাল