• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পর্যটনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

 

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় গভীর সমুদ্র বন্দর না করে পর্যটনকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ কথা বলেন।

২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের দিক নির্দেশনা দলিল ‘বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ অনুমোদন দিয়েছে একনেক।

এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের তৈরি দলিলটিতে আগামী ২০ বছরে মাথাপিছু আয় সাড়ে ৬ গুণ বাড়িয়ে ১২ হাজার ৫০০ ডলার করার কথা বলা হয়েছে। যা এখন ১ হাজার ৯০৯ ডলার।

এছাড়াও দারিদ্র্যের হার একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

আশা করা হচ্ছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে উন্নীত হবে। তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ৮০ বছর হবে।

ঝালকাঠি আজকাল