• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নিম্নমানের লাচ্ছা সেমাই তৈরি করায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মে ২০২০  

সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের উপকরণ দিয়ে লাচ্ছা তৈরি ও বাজারজাতকরণের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার শহরের বিভিন্ন কনফেকশনারিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (নীলফামারী জেলার দায়িত্ব) বোরহান উদ্দিন, সৈয়দপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন। এসময় অভিযানিক দলকে সহযোগিতা করে র্যাব-১৩ নীলফামারীর সদস্যবৃন্দ।

অভিযানে শহরের নতুন বাবুপাড়ার ডায়মন্ড বেকারির মালিক ও কনফেকশনারি ও বেকারি মালিক সমিতির রংপুর বিভাগীয় সভাপতি মো. আখতার হোসেন পাপ্পুকে ৪৫ হাজার টাকা, সৈয়দপুর প্লাজা সংলগ্ন তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে আশা বেকারিকে ৫৫ হাজার এবং জাফর বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঝালকাঠি আজকাল