• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নিজের গায়ে আগুন দিলেন সিরীয় কুর্দি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান সদর দপ্তরের বাইরে এক সিরিয়ান কুর্দি নিজেই নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

সঠিক কারণ জানা না গেলেও জেনেভা পুলিশের ধারণা, সিরিয়ায় কুর্দি অঞ্চলে তুরস্কের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছেন ওই ব্যক্তি। খবর রয়টার্সের।

জেনেভা পুলিশের মুখপাত্র সিলিভিয়ান গালিউম জেনটিল বলেন, আগুন দেওয়ার পর ৩০ বছর বয়সী জার্মান অধিবাসীকে হেলিকপ্টারে লুসিয়ানা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, কেন তিনি এমন ঘটনা ঘটাতে চেয়েছিলেন, একটু সুস্থ হলেই তা তার কাছে জিজ্ঞাসা করা সম্ভব হবে। তবে রাজনৈতিক কারণে এমনটা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তর সীমান্তে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্কের সামরিক বাহিনী। মঙ্গলবার রাশিয়া ও তুরস্ক এক চুক্তির মাধ্যমে সিরিয়া সীমান্তে কুর্দিদের লক্ষ্য করে এই অভিযান না চালানোর সিদ্ধান্ত নেয়। তবে চুক্তিটি কুর্দিদের বিরুদ্ধেই গেছে।

ঝালকাঠি আজকাল