• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটির আলোচিত রুমন হত্যা মামলার ৯ আসামীকে জেল হাজতে প্রেরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি দপদপিয়া আলোচিত আনিসুর রহমান রুমন হত্যা মামলার ১৩ জন আসামী আদালতে আত্মসমর্পণ করেছে।মঙ্গলবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণকারীদের আদালতের বিচারক মো. শহিদুল্লাহ ৯ জনকে জেল হাজতে প্রেরণ করেন। 

এ মামলায় অপর বয়স্ক ৪জনকে জামিন মঞ্জুর করেন আদালত। জেল হাজতে প্রেরণকারীদের মধ্যে দপদপিয়া গ্রামের জিহাদ খান(২১), সোহেল হাওলাদার (৩২), আলমগীর হোসেন (৩৮), আছাদ(৩৪),রিয়াদ গাজী(২১),জামাল হাওলাদর(২৯),রুবেল হাওলাদার(৩৪) বেল্লাল হোসেন (৪০) সিরাজ হাং (৩৪) এবং আফতার হোসেন (৫৮), কামাল (৪৫) মনির(৪৭) ও আইউব আলীকে(৬০) জামিন মঞ্জুর করেন।

২০২১ সালের ৩ জানুয়ারী সন্ধ্যা ৬টায় দপদপিয়া বিশ্বাসবাড়ির সামনে সত্তার বিশ্বাসের পুত্র আনিসুর রহমান রুমনকে আসামীরা জবাই করে হত্যা করে। একই দিন বিকেল ৪টায় একই গ্রামের আল মামুনে সাথে আনিসুর রহমান রুমানের সাথে কথায় কাটা কাটি হয়। এর সূত্র ধরে আল মামুন তার লোকজন নিয়ে রুমনকে জবাই করে হত্যা করে। তবে আল মামুন এখন ও পলাতক রয়েছে। আল মামুন হাওলাদর একই গ্রামের আইন উদ্দিন হাওলাদারের পুত্র।

ঝালকাঠি আজকাল