• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

নলছিটিতে ৯শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৯শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে ওসি ডিবি ইকবাল বাহার খানের নেতৃত্বে বিকেলে নলছিটি থানাধীন রায়াপুর বটতলা বাজারে রফিকুল ইসলাম আহমেদ এর দোকানের সামনে থেকে আরমান হক রাজা (৪০) ও তানিয়া আক্তার (২৫) আটক করেছে।

এসময় তানিয়া আক্তারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও আরমান হক রাজার কাছে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক  আরমান হক রাজা, ঝালকাঠির শেখ মুজিব সড়ক এলাকার মৃত বজলুল হকের পুত্র ও তানিয়া আক্তার পূর্ব চাঁদকাঠী এলাকার ইলিয়াস বেপারীর মেয়ে। এরা বিভিন্ন ধরণের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানান ডিবি পুলিশ।

ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিতিত্তে ওসি ডিবি ইকবাল বাহার খানের নেতৃত্বে একটি টিম পুলিশ পরিদর্শক এনামুল হোসেন,পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন,এএসআই শিমুল চন্দ্র রায়,রিপন খান, জালিস মাহমুদ,কনেষ্টবল হুমায়ুন,দীপক চন্দ্র শীলসহ ডিবির একটি দল রায়াপুর এলাকায় অবস্থান নেয়। পরে  তাদেরকে আটক করে। এঘটনায়  তাদের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা দায়ের করা হয়।

ঝালকাঠি আজকাল