• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে স্কুল ব্যাংকিং উদ্বুদ্ধকরণ সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

স্কুল শিক্ষার্থীদের ছোট থেকেই সঞ্চয়ী হওয়ার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে শনিবার সকালে স্কুল ব্যাংকিং উদ্বুদ্ধকরণ সভা হয়েছে।

সোনালী ব্যাংক বরিশালের ডিজিএম মো. নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সালমা নাসরীন।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের বরিশাল বিভাগীয় জেনারেল ম্যানেজার এএম শফিক ও নলছিটি ইউএনও মো. আশ্রাফুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সোনালী ব্যাংক নলছিটি শাখার ব্যবস্থাপক মো. আনছার আলী খান ও শিক্ষার্থী আয়শা সিদ্দিকা।

বক্তারা স্কুল ব্যাংকিংয়ের নানা সুবিধা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের দ্বিতীয় শ্রেণি থেকেই সঞ্চয়ী হওয়ার আহ্বান জানানো হয়। সভায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

ঝালকাঠি আজকাল