• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে মৎস্য বিভাগের অভিযান নিষিদ্ধ জাল আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য বিভাগ সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহুদী জাল আটক করেছে। গত সোমবার রাতে উপজেলা প্রশাসন সুগন্ধা নদীতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে প্রশাসন।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জেলেরা। এ নিষিদ্ধ বেহুদী জাল দিয়ে ইলিশের রেনু পোনা ধ্বংস করে জেলেরা গুড়া মাছ ধরে বিক্রয় করে।আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট  উপজেলা চত্বরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি, এএসআই আকতার হোসেন। মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য বিভাগের অভিযান সারাবছরই চলমান থাকবে। সরকারের আইন অমান্য করে জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠি আজকাল