• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে বন্ধুকে হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

 


ঝালকাঠির নলছিটিতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আলমগীর হাওলাদার নামে এক যুবককে হত্যার দায়ে তার দুই বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জ এলাকার গোলাম আলীর ছেলে মো. বাবুল ও ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মতিউর রহমান মোল্লার ছেলে শাহিন মোল্লা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান, নলছিটি উপজেলার দক্ষিণ কাঠিপাড়া এলাকার মুজাফফর হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদারের কাছ থেকে বন্ধুত্বের সূত্রধরে দণ্ডপ্রাপ্ত আসামিরা নগদ ১০ হাজার টাকা ও একটি হাত ঘড়ি ধার হিসেবে নেয়। 

দীর্ঘদিনেও ধার নেওয়া টাকা ও ঘড়ি ফেরত দিচ্ছিল না আসামিরা। অতিষ্ঠ হয়ে আলমগীর তার দুই বন্ধুর ইঞ্জিনচালিত একটি ট্রলার আটকে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৩ সালের ২৮ জানুয়ারি বিকেল ৪টার দিকে বাড়ি থেকে আলমগীরকে ডেকে নিয়ে নলছিটির রানাপাশা একটি বিলে নিয়ে গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করেন আসামিরা। 

হত্যাকাণ্ডের পরের দিন ২৯ জানুয়ারি নিহত আলমগীরের স্ত্রী লাইলী বেগম নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুবক্কর শেখ দীর্ঘ তদন্ত শেষে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামি বাবুল ও শাহিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

ঝালকাঠি আজকাল