• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে প্রান্তিক কৃষক-কৃষানিদের পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের সহায়তায় এসএসসিপি প্রকল্পের বিশেষ কর্মসূচী “উচ্চমূল্যে ও পুষ্টিসমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগান প্রদশর্নী” এর উপকরন বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) কৃষি প্রশিক্ষন কেন্দ্রে নলছিটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ফিরোজ আলম,যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম হোসেন,কৃষিসম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ, আবুজাফর মোঃ ইলিয়াচ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্যদের সাথে নিয়ে উপস্থিত কৃষকদের  হাতে বিনামূল্যে কৃষি উপকরন তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন। বিতরনকৃত উপকরনের মধ্যে রয়েছে ১২ ধরনের সবজি বীজ,সার ও ফসলে পানি দেওয়ার জন্য একটি করে ঝাজরি দেয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল