• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০/ ২১ অর্থবছরে খরিফ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নলছিটিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় নলছিটি উপজেলা পরিষদের কৃষি অফিস চত্ত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা  প্রশাসন ও কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর।

উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান বলেন, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বর্তমান কৃষি বান্ধব সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করছেন। আপনারা এই সার বীজ কাজে লাগিয়ে নলছিটির কৃষিকে এগিয়ে নিবেন। প্রাকৃতিক দুর্যোগ ও করোনার কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১ হাজার ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। জনপ্রতি ৩০কেজি সার ও কেজি বীজ দেয়া হয়েছে। সরকারি এ সহায়তা পেয়ে খুশি কৃষকরা।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল