• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ আগস্ট ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। স্থানীয় কৃষি বিভাগ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। আজ শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য,শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১৪টি স্টলে নানা ধরণের ফল ও ফলের গাছ স্থান পায়। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও ফলদ,বৃক্ষ চারা প্রদর্শন করা হয়।এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত মিলি। অন্যদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,এপিপি এম আলম খান কামাল, তরুন কর্মকার, সৈয়দ হাদিসুর রহমান মিলন প্রমুখ।

 

ঝালকাঠি আজকাল