• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা, কারখানা বন্ধ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে একটি অবৈধ আইসক্রিম তৈরির কারখানায়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমান  ভেজাল আইসক্রিম উদ্ধার করেছে। গতকাল সোমবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক রুস্তুম আলী তালুকদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা আইসক্রিমগুলো সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়। 

ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস জানান,নলছিটির লঞ্চঘাট এলাকায় বিএসটিআই’র অনুমতি ছাড়াই রুস্তুম আলী তালুকদার নামে এক ব্যক্তি ‘নিউ সুপার টেস্টি আইসবার’ নামে একটি অবৈধ আইসক্রিম তৈরির কারখানায় চালু করেন। সেখানে তিনি ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে নোংড়া পরিবেশে  ভেজাল আইসক্রিম তৈরি করেন। এ আইসক্রিম তিনি খুলনার একটি কারখানার লেভেলে ভরে বাজারে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল আইসক্রিম উদ্ধার করে নদীতে ফেলে দেয়। কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিএসটিআই’র অনুমতি নিয়ে বিশুদ্ধভাবে আইসক্রিম তৈরির নির্দেশ দেওয়া হয়। 

ঝালকাঠি আজকাল