• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটি পৌরসভা নির্বাচন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর মধ্যে অন্যতম ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে। দেশের অন্যতম প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে নলছিটি পৌরসভা ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ি এ পৌরসভাটির নির্বাচন আগমী ৩০ জানুয়ারী হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী। নলছিটি থানাধীন সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর র্সাকেল) মো. সাকাওয়াতসহ জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ১৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হবে। নলছিটি পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৪ হাজার ১০১ জন এর মধ্যে ১২ হাজার ৫০জন পুরুষ এবং ১২ হাজার ৫১জন নারী ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জানান, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি তাদের রয়েছে। এখনোপর্যন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।

ঝালকাঠি আজকাল