• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নকল বা জাল টাকা পেলে ক্ষতিপূরণ পাবেন যেভাবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ মে ২০১৯  

আসছে ঈদ। ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্ররা মাঠে সক্রিয় হয়ে উঠে। এ সময় বাজারে তারা বিভিন্ন জাল বা নকল টাকা ছড়িয়ে দেয়ার পায়তারায় থাকে। কিন্তু জানেন কি নকল বা জাল টাকা পেলে আইনি সহায়তা ও ক্ষতিপূরণ, দুটোই পেয়ে যাবেন। এজন্য যা যা করতে হবে জেনে নিন-

১। জাল টাকাটা কার কাছ থেকে পেয়েছেন, কীভাবে পেয়েছেন, কিসের বিনিময়ে পেয়েছেন- বিস্তারিত তথ্যসহ পুলিশকে চিঠি দিয়ে জানান এবং জাল টাকাসহ থানায় জমা দিন। এরপর পুলিশকে দেয়া চিঠির কপিতে প্রাপ্তি স্বীকার করিয়ে আপনার কাছে রাখুন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এবং পুলিশের তদন্তে সাহায্য করুন।

২। কোনো অবস্থাতে টাকাটা যার কাছ থেকে পেয়েছেন, তাকে ফিরিয়ে দেবেন না। কারণ এতে টাকাটা আবার সার্কুলেশনে যেতে পারে। অথবা যাকে ফেরত দিলেন তিনিই আবার বলতে পারেন যে, তিনি টাকাটা আপনার কাছ থেকেই পেয়েছেন।

৩। যদি ভেবে থাকেন যে ঝামেলায় যাবো না, অন্য কাউকে চালিয়ে দেবো, মহাবিপদে পড়তে পারেন। কারণ আপনি যাকে টাকাটা দিলেন, তিনি যদি উপরে (১) তে লেখা ব্যবস্থা গ্রহন করেন তাহলে আপনি জড়িয়ে পড়তে পারেন।

সুতরাং, পুলিশকে জানানোই শ্রেয়। বাকিটা পুলিশ দেখে নেবে। আর আপনি নিশ্চিন্ত থাকুন পুলিশ তদন্তে আপনার সাহায্য চাইতে পারে কিন্তু আপনি সন্দেহের উর্দ্ধে থাকবেন, যেহেতু আপনি পুলিশকে জানিয়ে দেয়ার সাহস দেখিয়েছেন। পরবর্তীতে পুলিশ আপনার ক্ষতিপূরণ বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করে দেবে।

ঝালকাঠি আজকাল