• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে : আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে নেয়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দুর্নীতির বিরুদ্ধে সচেতন মহলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।

তিনি আজ সোমবার ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তৃতা করেন। জেলা প্রশাসন- সচেতন নাগরিক কমিটি-সনাক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক এর সহায়তায় ডিসি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য সিদ্দিকুর রহমান, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু এর আগে শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত তথ্যমেলা উদ্বোধন করেন। এছাড়া আমির হোসেন আমু দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন এবং উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল- র‌্যালি, মানববন্ধন ও তথ্যচিত্র প্রদর্শন।
 

ঝালকাঠি আজকাল