• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

দ.আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ছাড়লো ভারত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

তৃতীয় দিন শেষেই হোয়াইটওয়াশের কাঁটা গলায় নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। যেখানে চতুর্থ দিন মাত্র দুই ওভারের মধ্যেই সেটা সেরে নিল ভারত। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে এক ইনিংস ও ২০২ রানে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড সফরকারী প্রোটিয়া দল।

প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান করতে পেরেছে দ.আফ্রিকা। চতুর্থ দিন দ্বিতীয় ওভার করতে আসা শাহবাজ নাদিম পঞ্চম ও ষষ্ঠ বলে থিউনিস ডি ব্রুইন ও লুনগি এনগিদিকে বিদায় করে ভারতের জয় নিশ্চিত করেন। এর আগে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানে তৃতীয় দিন শেষ করেছিল ফাফ ডু প্লেসিসের দল।

ভারত নিজেদের প্রথম ইনিংসে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।

এর আগে সোমবার তৃতীয় দিনের খেলায় রাঁচিতে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে আরও বাজে অবস্থা হয় সফরকারী দ.আফ্রিকার। দলের টপঅর্ডার থেকে শুরু করে মিডঅলর্ডারে কেউই বলার মতো স্কোর করতে পারেননি। শেষদিকের ব্যাটসম্যান থিউনিস ডি ব্রুইন ৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

মোহাম্মদ শামি ৩টি ও উমেষ যাদব ২টি উইকেট পেয়েছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা ও রবিচনন্দ্রন অশ্বিন একটি করে উইকেট পান।

প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯ রানে তৃতীয় দিন শুরু করা প্রোটিয়ারা ১৬২ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জুবায়ের হামজা। আর ৩৭ রান আসে জর্জ লিনডের ব্যাট থেকে।

যাদব ৩টি ও শামি, শাহবাজ নাদিম, জাদেজা ২টি করে উইকেট ভাগ করেন নেন।

পুরো সিরিজে একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি করা রোহিত শর্মা ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।

ঝালকাঠি আজকাল