• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ডেঙ্গু আক্রান্ত ৫৩ হাজার, চিকিৎসা শেষে ফিরেছে ৪৫ হাজার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

 

জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৫ হাজার ৯৭৪ জন। আর এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন।

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সবশেষ তথ্য দিয়ে তথ্য অধিদপ্তর রোববার (১৮ আগস্ট) এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
 
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গুরোগী আছেন সাত হাজার ১৬৮ জন, যার মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৬৬৮ জন।
 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন এক হাজার ৭০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকা শহরে ৭৩৪ জন।

ঝালকাঠি আজকাল