• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর কোন স্বপ্ন নয় : আমির হোসেন আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর কোন স্বপ্ন নয়। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে মানুষ ইতিমধ্যে এর সুফল ভোগ করছে। 
আমির হোসেন আমু আজ দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘বই উৎসবে’ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় তিনি ঠিকমতো লেখাপড়া করার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার সব সময় তাদের পাশে রয়েছে। যুগোপযোগী শিক্ষানীতিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের ছেলেমেয়েরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে। 

আমির হোসেন আমু পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। এবারে ঝালকাঠি জেলায় বিভিন্ন স্তরের ১ হাজার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৮১ হাজার ১৮৪ জন ছাত্রছাত্রীকে মোট ১৭ লাখ ৬৫ হাজার ২১০ খানা বই দেয়া হবে।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 

ঝালকাঠি আজকাল