• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ডিগ্রি তৃতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোসের্র ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় উত্তীর্ণের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোসের্র ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সারাদেশের ১৮১৫টি কলেজের মোট ৭০৩টি কেন্দ্রে ২ লাখ ১৯ হাজার ৩৪১ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৬১ দশমিক ৯২ শতাংশ।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এবং যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU স্পেস DEG স্পেস Roll No লিখে 16222 নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে। 

ঝালকাঠি আজকাল