• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠীতে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর ভিডিও কনফারেন্স

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতির বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক ঝালকাঠি জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্স করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। সোমবার সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস.এম ফরিদ উদ্দিন, এনএসআই এর সহকারী পরিচালক আঃ কাদের সহ প্রশাসন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার করোনা ভাইরাস সম্পর্কিত সকল ধরনের তথ্য জেলা প্রশাসনকে অনান্য বিভাগের সাথে সমন্বয় করে একত্রিত রিপোর্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় পাঠানোর নির্দে দিয়েছেন। বিভাগীয় কমিশনারদের মাধ্যমেই এই রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধান মন্ত্রীর কাছে দেয়া হবে। অন্য কোন বিভাগের এই সংক্রান্ত তথ্য থাকলে বিচ্ছিন্ন ভাবে রিপোর্ট করা হলে তাতে গড়মিল থেকে যায়।

করোনা ভাইরাস পরিস্থিতির কারনে জেলা প্রশাসকদের কাছে প্রাইভেট প্রটেকশনের বিষয়ের ক্ষেত্রে ইনভেষন মূলক কোন সংগঠন যদি মাক্স তৈরি, হ্যান্ড ওয়াস বা পরিস্কার পরিচ্ছন্নতা বিষয় কোন ধরনের সহযোগিতা চায় জেলা প্রশাসকদের সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতি সকলের সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে এক শ্রেনীর হুজুররা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিশিষ্ট আলেমদের নিয়ে বসার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

 

ঝালকাঠি আজকাল