• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠির রাজাপুরে রং মেশানো খাবার ধ্বংস

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জুন ২০১৯  

ঝালকাঠির রাজাপুরে ভেজাল ও মানহীন শিশুদের খাদ্য উদ্ধার করা হয়েছে। পণ্যের গায়ে বিএসটিআইয়ের অনুমোদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় এক হাজার ৩৫ আইচ ললি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে উপজেলার মিলবাড়ী এলাকা থেকে নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) এসব পণ্য উদ্ধার করেন।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মো. হারুন অর রশীদ গাজী বলেন, বরিশালের কাশিপুরে অবস্থিত ‘ইউনিক কনজুমার প্রোডাক্ট’ নামে একটি কোম্পানির ওই পণ্যগুলো জব্দ করা হয়। ওই কোম্পানির দুইজন বিক্রয় প্রতিনিধি এসব পণ্য রাজাপুরে খুচরা দোকানে বিক্রি করছিল। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ও বিএসটিআইয়ের কোনো অনুমোদন সিল ছিলনা।

এসময় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. জুয়েল হাওলাদার নামে এক যুবককে আটক করে। পরে পুলিশে খবর দিলে তিনি পালিয়ে যান। ওইসব পণ্য রাজাপুরে নিয়ে আসলে রাজাপুর ইউএনও  মো. সোহাগ হাওলাদারের নির্দেশে তা ধ্বংস করা হয়।

মো. হারুন অর রশীদ আরো বলেন, এই আইচ ললিগুলো সাধারণত শিশুরাই বেশি খায়। এগুলো কাপড়ে মেশানো কেমিক্যাল সিনথেটিক রং দিয়ে তৈরি করা হয়। ফলে শিশুদের কিডনি ও যকৃতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এতে শিশুদের চর্মরোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে।

রাজাপুর ইউএনও মো. সোহাগ হাওলাদার বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে কথা বলে বরিশালের ওই কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করা হবে।

ঝালকাঠি আজকাল