• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্ধোধন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

 

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্ধোধন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বুধবার বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ইউনিয়ন পরিষদের একটি কক্ষের ফিতা কেটে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এসময় তিনি এই ইউনিয়ন পরিষদে পৌছালে ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাকির হোসাইন তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ডিআইজি মো: শফিকুল ইসলাম উপস্থিত ৩ শতাধিক নারী পুরুষের সমাবেশে বক্তব্য রাখেন। 

এসময় পুলিশ সুপার মোসা. ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার এস.পি সার্কেল এম মাহামুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এই ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিআইজি মো: শফিকুল ইসলাম সমাবেশে বলেন, পুলিশের সেবাকে জনগনের দোরগোরায় নিয়ে আসা হচ্ছে এবং অতীতের পুলিশের চেয়ে এখন পুলিশের কার্যক্রম গণমুখী করা হয়েছে এবং এসকল কারনেই জনগন যাতে সহজে এবং দ্রুততার সাথে সকল ধরনের সেবা পেতে পারে এর জন্যই প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। 
প্রতিটি ইউনিয়নের ১ জন এসআই পদমর্যদার কর্মকর্তাকে বিট পুলিশিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত করা হয়েছে। তিনি এই সেবাকে গ্রহণ করে ইউনিয়নবাসীকে একদিকে যেমন উপকৃত হবে তেমনি সামরিক ভাবে ইউনিয়নের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রীত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন। 

ঝালকাঠি আজকাল