• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ উদ্ধার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি: নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার সময় আজ শনিবার সকালে ঝালকাঠির সুগন্ধা নাদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এসময় দুই জেলেকে আটক করা হয়। এদের এক জনকে এক মাসের কারাদন্ড এবং অন্যজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও বরিশাল র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমার নেতৃত্বে সুগন্ধা নদীতে পৃথক অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে নদীতে জাল রেখে পালিয়ে যায় জেলেরা। এসময় নদী থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও চার মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়। অন্যদিকে গতরাতে নলছিটি ফেরিঘাট এলাকায় জেলেদের ঘরে ঘরে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই জেলেকে আটক করা হয়। জব্দকৃত জালগুলো সকালে সুগন্ধা নদী তীরের ফেরিঘাট এলাকায় জনসম্মুখে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা দিসকদার। ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠি আজকাল