• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ৫টি স্থাপনা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মে ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ৫টি স্থাপনা ভার্চুয়ালি যুক্ত থেকে আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে রয়েছে : ৪টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে এবং ১টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র। স্থাপনাগুলো নির্মাণে প্রায় ১১ কোটি টাকা ব্যয় হয়েছে।

ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দুর্যোকালে এসব কেন্দ্রে তিন হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। প্রতিষ্ঠান গুলো হলো ঝালকাঠি সদর জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র, ঝালকাঠি নাজিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,নলছিটি এডঃ হারুন আর রশিদ খান ফাউন্ডেশন মহিলা কলেজ ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,রাজাপুর বড়য়া ডিগ্রী কলেজে বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,কাঠালিয়া দক্ষিন চেঁচরী আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।

বাংলাদেশ টেলিভিশন- বিটিভি থেকে সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠির ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে দেখানো হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল