• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ৩০০ প্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

 

ঝালকাঠিতে ৩০০ প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। যেসব শিক্ষার্থীরা আসতে পারেনি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি ডাল। 

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার ব্যানার্জী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান পলাশ এবং প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন উজ্জল। 

জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেছেন, করোনাভাইরাস সংক্রামন পরিস্থিতি মোকাবেলায় প্রতিবন্ধী ও কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। সাধারণ মানুষের যাতে নাখেয়ে থাকেতে না হয় এজন্য প্রতিটি পরিবারকে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেয়া  হচ্ছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবী হয়ে দেশের ও আপনাদের সেবা করতে পারেন।  

এদিকে ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ৪০ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। 

ঝালকাঠি আজকাল