• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ৩০টি মহিলা সমিতিকে অনুদানের চেক বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবান্ধিত স্বেচ্ছাসেবি মহিলা সমিতির (২০১৯-২০) অনুকূলে ৩০টি সমিতিকে ১০ লক্ষ ১৫ পনোর হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী সমিতির সভানেত্রীদের হাতে চেক তুলে দেন। এ সময় জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মো: আলতাফ হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

একই দিন একই সময় কেন্দ্রীয় ভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি স্বেচ্ছাসেবি মহিলা সমিতির  অনুুকূলে চেক বিতরণ কর্মসূচী ভিডিও কনফারেংন্স এর উদ্ধোধন করেন।

ঝালকাঠি জেলা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ১১টি সমিতিকে ৪লক্ষ ২৫ হাজার টাকা , নলছিটি উপজেলায় ১২টি সমিতিকে ৩ লক্ষ ৭০হাজার টাকা ,রাজাপুুর উপজেলায় ৪টি সমিতিকে ১ লক্ষ ২০ হাজার টাকা , কাঠালিয়া উপজেলায় ৩টি সমিতিকে ১লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

ঝালকাঠি আজকাল