• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও দুই জেলেকে আটক করেছে ডিবি পুলিশ। মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এ অভিযান চালায় পরিচালনা করা হয়। 

এ সময় জেলে মো. কাঞ্চন মোল্লা ও সুমন হাওলাদারকে ৮ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করে। ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধূরী নেতৃতে অভিযান চালানো হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্টেট মো. বশির গাজী তাদের এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত জাল রাতেই উপস্থিত জনগনের সামনে পুড়িয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি মো. বশির গাজী জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক দুই ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল