• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে সূর্যমূখী ফসলের বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা জাতীয় বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় রবি ২০১৯-২০ অর্থ বছরের সূর্যমূখী ফসলে বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত। সোমবার দুপুরে সদর উপজেলা বাসন্ডা ইউনিয়নে আগলপাশা গ্রামের আদর্শ কৃষক সাইদুল বাকলাইয়ের বসত বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল হক। ইউপি সদস্য ইসমাইল তালুকদারে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক খায়রুল ইসলাম মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফাইজুল ইসলাম হাওলাদার ও সূর্যমূখী চাষ করা কৃষক সাইদুল বাকলাই বক্তব্য রাখেন।

কৃষি কর্মকর্তারা বলেন, কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি  ডাল, তেল ও মসলা জাতীয় ফসল চাষ করবেন। চাষিদের জন্য বর্তমান সরকার বীজ সার নগত অর্থসহ সব ধরণের সহায়তা করছেন। কৃষকের চাষাবাদের জন্য  উপ-সহকারী কৃষি অফিসাররা দিক নির্দেশনা পরামর্শ দিয়ে যাচ্ছে।

রিভিউ ডিসকাশনের আয়োজনে মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকদেরকে উদ্ভুদ্ধ করা এবং কৃষক পর্যায় উন্নত মানে বীজ সাশ্রয়ী মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার জন্য এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি আজকাল