• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের (জন্মদিন) জন্মাষ্টমী পালিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে করোনার কারনে মন্দির প্রঙ্গণে পূজা অর্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আয়োজনে পালিত হয়েচ্ছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১২টায় শহরের মদনমোহন মন্দিরে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, আজ দেশব্যাপী জন্মাষ্টমী পালিত হচ্ছে। পালন করার মধ্য দিয়ে প্রমানিত আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অনুষ্ঠিত নিতী ধর্মনিরপেক্ষতা সে নিতী আজ বাস্তবায়িত হয়েছে,বলে একটি সুন্দর পরিবেশে এ অনুষ্ঠান করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পরে এ পরিবেশ ছিলোনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আবার জাতীয় মুল চার নীতি পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ পালন করা হয়েছে। আমরা বিশ্বাস করি ধম যার যার উৎসব সবার।
   
হিন্দুধমীয় কল্যান ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ট্রস্টি  শ্রী ভানু লাল দের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ট্রস্টি  শ্রী  সুরঞ্জিত দত্ত লিটু,জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডা. অসীম কুমার সাহা,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট  তপন কুমার রায়, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কর্মকার প্রমুখ। এ ছাড়া পূজা অর্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের এ জন্মোৎসব পালন করা হয়েছে। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শতাধীক নারী পুরুষ ভক্ত অংশ নেন। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ও জেলা উদযাপন পরিষদ যৌথভাবে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে।

ঝালকাঠি আজকাল