• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক লক্ষ বৃক্ষ রোপন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ ভিডিও কনফারেন্সে এর উদ্ধোধন করেন সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ আখতার হোসেন। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান পলাশ। পরে উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচির আওতায় ঝালকাঠি সদর উজেলায় দুইশতাধী বৃক্ষরোপন করা হবে।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্ম দিন উপলক্ষ্যে ক্রীড়া পরিবার আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি তরুন কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাড.খান সাইফুল্লাহ পনির, প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহিলা ক্রীড়া সংস্থা আহ্বায়ক ইসরাত জাহান সোনালী,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিল, সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু । এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক, প্রাক্তন ক্রীড়াবিদ ও খেলোয়াররা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি আজকাল