• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ জুন ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমানের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় সুফলভোগীদের চার দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেল পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোরহ আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান  খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার প্রমুখ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি আর ডিবি) আয়োজনে ৩০ জন আদর্শ ও সম্ভাবনাময় সুফলভোগী প্রশিক্ষণে অংশনেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোরহ আলী সুফলভোগীদের বলেন, শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে উন্নতি লাভ করতে পারবেন। বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক সহযোগিতা করছেন। সরকার কৃষকদের বিনা মূল্যে সার বীজ ও অর্থসহ সকল ধরনের সহযোগিতা করছেন। যাতে করে কৃষকরা  এখন চাষাবাদে মনোযোগী হচ্ছেন। প্রশিক্ষণ নিয়ে উচ্চমানের পুষ্টিসমৃদ্ধ শস্য উৎপাদন ও সংরক্ষণে কৃষকরা লাভবান হবে। তেমনি দেশ কৃষি খাতে উন্নতি লাভ করবে।

ঝালকাঠি আজকাল