• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করেন আমির হোসেন আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান এবং ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি আজ ঝালকাঠি সদর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচি উদ্বোধন করেন। পরে তিনি মৎস্য র‌্যালিতেও অংশ নেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর।
অন্যদের মধ্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরে মৎস্য চাষে সফলতা অর্জনে জেলায় ৭জন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।
 

ঝালকাঠি আজকাল