• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় ১১ হাজার মিটার কারেন্ট জাল, ১টি নৌকা ও ১৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। আটক জেলেদের মধ্যে ৫ জনকে এক বছর করে কারাদন্ড ও এক জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সকালে জেলেরা জাল ফেলে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নিশেধাজ্ঞা আমান্য করে মা ইলিশ শিকার করছে জেলেরা। এসময় ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি মা ইলিশ জব্দ করে তিন জেলেকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক তিন জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

এদিকে ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে নিশেধাজ্ঞা আমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতের হাট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডপ্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের মোঃ রাসেল ফকির (২০), মোঃ শাকিল ফকির (২৪), মোঃ মতি হোসেন গাজী (৪৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে শাকিল ও রাসেলকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং মতি হোসেন গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝালকাঠি আজকাল