• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বোরো ধান বিক্রয়কারী কৃষক লটারীর মাধ্যমে নির্বাচিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মে ২০২০  

 

ঝালকাঠি জেলায় আভ্যান্তরিন বোরো আবাদ থেকে এবছর ১৫শ মে.টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করার লক্ষ্যমাত্রা নিরধারন করে জেলা খাদ্য বিভাগকে দেয়া হয়েছে। খাদ্য বিভাগ জেলার ৪টি উপজেলার ১৫শ কৃষকদের কাছ থেকে ১মে.টন করে  ১৫শ মে.টন ধান ক্রয় করবে। কৃষকদের কাছ থেকে সরকার ২৬টাকা কেজি দরে সর্ব নিম্ন ১৫% ময়েশচার থাকা ধান সরকারি খাদ্য গুদামে ক্রয় করবে এবং কৃষকদের ধানের মূল্য তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে প্রদান করবে। 

ঝালকাঠি জেলার ৪টি উপজলোর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৭১১ জন কৃষকের কাছ থেকে ৭১১ মে.টন, নলছিটি উপজেলা ৭৬৭ জন কৃষকের কাছ থেকে ৭৬৭ মে.টন, রাজাপুর উপজেলায় ১৫ জন কৃষকের কাছ ১৫ মে. টন এবং কাঠালিয়া উপজেলায় ৭জন কৃষকের কাছ থেকে ৭ মে.টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। লটারীর মাধ্যমে কার্ডধারী কৃষকদের মধ্য থেকে ধান বিক্রেতার নির্বাচন করা হচ্ছে। 

 শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রোজি আকতার লটারীর মাধ্যমে সদর উপজেলায় ১৪২২ জন কার্ডধারী কৃষকদের মধ্য থেকে ৭১১ জন কৃষক নির্বাচিত করেছে। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সামাদ, কৃষি বিভাগের প্রতিনিধি ও কৃষক প্রতিনিধি এবং সাংবাদিক রা উপস্থিত ছিলেন। 


 

ঝালকাঠি আজকাল