• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি: ‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে আজ (মঙ্গলবার, ১৫ অক্টোবর) র‌্যালি, আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ, সাংষ্কৃতিক অনুষ্ঠাসহ নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে প্রতিবন্ধী সাহায্য সংস্থার কনসালটেন্ট সিরাজুম মুনিরা উর্মি, সমাজসেবার রেজিস্ট্রেশন অফিসার দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ আজাহার আলী প্রমুখ আলোচনায় অংশ নেন।

বক্তারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা হিসেবে না দেখে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। এছাড়া তারা প্রতিবন্ধীসহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ১০ জন দৃষ্টিপ্রতবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধীরা অংশগ্রেহণ করেন।

 

ঝালকাঠি আজকাল