• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ঝালকাঠিতে বাড়ছে করোনা টিকা গ্রহণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে করোনা ভ্যাকসিন নিতে বেশি আগ্রহ দেখা গেছে নারীদের। যতই দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন নিতে আগ্রহ বাড়ছে। চতুর্থ দিনে ২৩০ জন নারীসহ টিকা নিয়েছেন ৭১৭ জন। প্রধম দিনে জেলায় টিকা নিয়েছিল মাত্র ৮৪ জনে। আজ আরো বেশি মানুষ টিকা নিবে বলে স্থাস্থ্য বিভাগ আশা করছে। গত তিন দিনে বিভিন্নœ দফপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ জেলায় এক হাজার ১৯৫ জন মানুষ টিকা নিয়েছেন।

টিকা গ্রহনকারিরা সবাই সুস্থ্য আছেন কারোর মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে জানা গেছে। সকাল থেকে হাসপাতাল গুলোতে টিকা নিতে মানুষ ভিড় করছে। সদর হাসপাতালসহ জেলার চারটি হাসপাতালের ১২টি বুথে বুধবার পর্যন্ত মোট এক হাজার ১৯৫ জন টিকা নিয়েছেন। জেলায় এ পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন তিন হাজার ৩৩৩ জন।এছাড়াও ৪০ বছরের বেশি বয়সী মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।

টিকা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিটিন করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল ও সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা।

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, জেলায় মোট ১২ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে এর থেকে প্রথম পর্যায়ে ৬ হাজার জনকে টিকা দেয়া হবে যা আগামী ৯ দিনের মধ্যে সম্পন্ন হবে।

ঝালকাঠি আজকাল