• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বাজার দর স্থিতিশীল রাখতে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  


 

ঝালকাঠিতে করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা সদরে গাড়িতে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে, ডিসি অফিস প্রাঙ্গণসহ পাঁচ জন ডিলারদের মাধ্যমে শহরের বিভিন্ন পয়েন্টে পিকআপে করে ভ্রাম্যমাণভাবে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। এরমধ্যে প্রতিকেজি ৩৫ টাকা কেজি দরে পিঁয়াজ, ৫০ টাকায় চিনি ও ৫০ টাকায় মসুর ডাল এবং ৫ লিটার তেল ৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ এসব দোকান থেকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য কিনতে পেরে খুশি গরিব ও স্বল্প আয়ের মানুষ। 

টিসিবি পণ্য কিনতে আসা আঃ রহিম বলেন, বর্তমান সরকার আমাদের সাধারণ মানুষের কথা ভেবে খোলাবাজারে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। আমরা  ন্যায্যমূল্যে চিনি.মসুরি ডাল, সোয়াবিন তেল কিনতে পারছি তাই  প্রধানমত্রী শেখ হাসিনাকের ধন্যবাদ জানাই।  

জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়,করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রনে টিসিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঝালকাঠি আজকাল