• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। প্রতিবন্ধী ছেলেমেয়ে, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। ডিসি অফিসের সামনে থেকে র্যােলি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর তা সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার, অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

 

ঝালকাঠি আজকাল