• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে প্রশাসনের হস্তক্ষেপে লবণের মূল্য নিয়ন্ত্রনে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে লবণের মূল্য বৃদ্ধি নিয়ে এক শ্রেণীর লোক গুজব ছড়াচ্ছে। ঝালকাঠিতে লবন সংটক রয়েছে এই গুজব ছড়িয়ে লবণের মূল্য বৃদ্ধির জন্য পায়তারা করা হচ্ছে। এ বিষয় মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে প্রেস ব্রিফিং করা হয়েছে।

খোঁজখবর নিয়ে যানা গেছে ঝালকাঠির ১১টি লবন মিলে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো: ছালেহ উদ্দিন আহম্মেদ সালেক জানিয়েছেন, ঝালকাঠিতে লবণের কোন সংকট নেই। ঝালকাঠির মিলগুলিতে পর্যাপ্ত লবন রয়েছে এবং লবন ক্রাসিং করে বাজারজাত করার পর্যন্ত কেজিপ্রতি ১৩ টাকা খরচ হয় ও ২ টাকা কেজি প্রতি খুচরা বিক্রেতাদের মুনাফা দিয়ে কেজিপ্রতি লবনের বিক্রির দাম ১৫ টাকা।

তিনি আরও দাবি করেছেন, ঝালকাঠিতে ১৫ টাকার উপরে কোন খুচরা বিক্রেতা লবন বিক্রি করার বৈধতা নেই এবং প্রয়োজনবোধে চেম্বার অব কমার্স ভ্যানে করে দু-এক দিনের মধ্যে বাজারে লবন বিক্রি করবে। 

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেছেন, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত লবন মজুদ রয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়েছে। লবনের দাম নিয়ন্ত্রনে  আছে।

ঝালকাঠি আজকাল