• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে পৌছাল চীনের তৈরী সিনোফার্মা ভ্যাকসিন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি:
দ্বিতীয় পর্যায়ে ঝালকাঠিতে চীনের তৈরী সিনোফার্মা ভ্যাকসিন এসেছে। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিশেষ ভ্যাকসিন বহনকারী গাড়ী সিভিল সার্জন কার্যালয় ইপিআই কেন্দ্রে পৌছে দেয়া হয়। ঝালকাঠি জেলায় প্রথম ধাপে এই ভ্যাকসিন ২৪শ এ্যামপুল এসেছে। জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী, এমওসিএস ডাঃ হাফিজুর রহমান ও ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি জেলায় ৭ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ৩শ ৪৮জন প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহন করেছে, এদের মধ্যে ১২হাজার ৭শ ১১জন পুরুষ ও ৬ হাজার ৩শ ৩৭জন মহিলা। গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৫হাজার ৮জন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ২শ ৮০জন পুরুষ ও ৪হাজার ৭শ ২৮জন মহিলা রয়েছে। ঝালকাঠি জেলায় ২২ জন ৭শ ৪৪জন ভ্যাকসিন গ্রহণের নিবন্ধন করেছিল তবে, ভ্যাকিসি নিয়েছে ১৯হাজার ৩শ ৪৮জন। প্রথাম ডোজের ভ্যাকসিন গ্রহণে মহিলারা পিছিয়ে রয়েছে এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণে মহিলাদের ঝরে যাওয়ার সংখ্যা পুরুষের তুলনায় বেশি। 

ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে ২৪ঘন্টায় আরও ৭জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৬,১৭৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১,৪০২ জন পজিটিভ ও ৪,২৪১ জন নেগিটিভ রিপোর্ট এসেছে। ১,২৯৫জন সুস্থ হয়েছে ও ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭৩ জন হোম ও ৩জন হাসপাতালের আইসোলিয়েশনে রয়েছে। সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।
 

ঝালকাঠি আজকাল