• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে পুলিশের মাস্ক বিতরণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। দ্বিতীয় ধাপে মহামারি করোনাভাইরাসের সংক্রমন রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার বেলা ১২টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের চালকদের মুখে মাস্ক পরিয়ে দেন।

জেলা পুলিশের এ কার্যক্রমে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ বলেন, দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।তাই সাধারণ মানুষকে সচেতন করতে জেলা পুলিশের এ উদ্যোগ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত তাকবে বলেও জানান পুলিশ ডিআইজি। সরকারের নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। 

ঝালকাঠি আজকাল