• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে পান চাষের উপর কৃষক প্রশিক্ষণ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ জুন ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ বিষয় পান চাষিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে কৃষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে ২ দিন ব্যপি নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ বিষয় কৃষক প্রশিক্ষণ শুরু হয়। দুদিনে এই প্রশিক্ষণে ৩০ জন পান চাষি অংশ গ্রহণ করছে।

বুধবার সকাল ১১টায় ঝালকাঠির  জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোঃ ফজলুল হক প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে পান চাষিদের মাটি পরীক্ষা, জমি তৈরী, বরজ তৈরী, চারা রোপন, সার ব্যবস্থাপনা ও পানের রোগ ও তার প্রতিকার এবং পানের পোকা মাকরের আক্রমন থেকে চাষাবাদ রক্ষার বিষয় ধারণা প্রদান করা হয়েছে।

দুদিনের এই প্রশিক্ষণে উপ-পরিচালকসহ, অতিরিক্ত পরিচালক খাইরুল ইসলাম মল্লিক জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানজিলা আহম্মেদ এই বিষয়ের উপরে পান চাষিদের প্রশিক্ষণ প্রদান করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোঃ ফজলুল হক বলেন,বর্তমান সরকার আধুনিক চাষাবাদের জন্য কৃষকদের চাষাবাদে দক্ষতার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ভাবে প্রশিক্ষণে ব্যবস্থা করেছেন। তারই অংশ হিসেবে পান চাষিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  ৩০ জন পান চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল