• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: দেশব্যাপী করোনা (কোভিড-১৯)পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে লক্ষ্যে ঝালকাঠির ন্যায্যমূল্যে ভ্রাম্যমান  দুধ, ডিম ও মাংস(মরগি) বিক্রয় শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর.প্রাণিসম্পদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এর ব্যবস্থাপনায় বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন,লাইভষ্টক এন্ড ডেইরী ডেভলপমেন্ট প্রকল্পের সহযোগীতায় স্থানীয় ডেইরী ও পল্ট্রি ফার্ম মালিক সমিতি এ কর্যক্রম পরিচালনা করছে।

মঙ্গলবার সকাল ১০টায় শহরের সাধনার মোড়  এলাকায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার  ডা. মো. সারোয়ার হাসান। এসময় অন্যান্যের মধ্যে মুখার্জী ডেইরী ফার্মের মালিক ও ডেইরী ফার্ম মালিক সমিতির সভাপতি শংকর মুখার্জী, সাধারন সম্পাদক শহীদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আল মামুন লাভলুসহ প্রাণিসম্পদ কর্মকতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লকডাউন চলাকালে পুষ্টি চাহিদা পুরণে মানুষের দ্বারে দ্বারে ভ্রাম্যমান এ বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন ৭০ টাকা লিটার দরে দুধ, প্রতি হালি ২৬ টাকা দরে ডিম এবং প্রতি পিচ মুরগী পাইকারি বাজার দর অনুযায়ি পৌছে দেয়া হবে।

ঝালকাঠি আজকাল