• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ জুন ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা ট্রস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় এ প্রশিক্ষণ জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন।
প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম। অংশগ্রহনকারীদের মধ্যে হেমায়েত উদ্দিন হিমু, গৌতম কুমার দাস প্রমূখ। 

কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে মোবইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মূক্ত করণ, তামাক বিরোধী প্রচারণা ও তামাক  কোম্পানির বিজ্ঞাপন অপসারণ বিষয় কমিটি ভুক্ত সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে একই ভ্যেনুতে জেলা প্রশাসকের সভাপতিত্বে শিশু শ্রম নিরসন সংক্রান্ত কার্যক্রম জোরদার করণে জেলা পর্যায়ে শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ঝালকাঠি জেলায় বিভিন্ন জদ্দা ও বিড়ির কারখানা, অফিস, হোটেল-রেস্তোরা, ওয়ার্কশপ, পবিরহন সেক্টরে জেলেদের কাজে, ঘর গৃহস্থলীতে শিশুদের কাজে ব্যবহার কর হচ্ছে। কিছু কিছু পরিবার এই ধরণের শিশুদের পরিবারের আয়-উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই সেমিনারে শ্রম পরিদর্শক মাসুদ আলম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার বক্তব্য রাখেন।

ঝালকাঠি আজকাল