• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

বক্তাব্যে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়েছিল। সংবিধানের চার নীতি ছুড়ে ফেলে সাম্প্রদায়িক রাজনীতি চালু করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করা হয়। তাদের বিভিন্ন দুতাবাসে চাকরি দিয়ে জাতিকে লজ্জিত করা হয়েছিল।

জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল,সংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,বন ওপরিবেশ সম্পাদক খসরু নোমান,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ,শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ছবির হোসেন, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু প্রমুখ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আতœার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে  জেলা আওয়ামী লীগ,যুলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেন।

ঝালকাঠি আজকাল