• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই পুষ্টি সপ্তাহে ১৫০টি  পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার হিসাবে চাল, আলু, তেল,ডাল পিয়াজ, লবন ও ছোলাবুট সহ ৬টি আইটেমে ১১ কেজি এবং আধা লিটার সোয়াবিন তেল সহ প্যাকেট করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. হাফিজুর রহমান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, খাবার খেলেই হবে না খাবারের তালিকায় প্রতিদিন পুষ্টিগুন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং এজন্য পরিবারকে সচেতন থাকতে ।

ঝালকাঠি আজকাল