• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ স্লোগানে ঝালকাঠিতে শুক্রবার জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সরকারি গণগন্থাগার আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রফেসর আবদুল মালেক, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন খান, ওসি ডিবি ইকবাল বাহার খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক, সরকারি কলেজের প্রভাষক (বাংলা) মাসুম বিল্লাহ, সরকারি মহিলা কলেজের প্রভাষক (বাংলা) মনিরুজ্জামান ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু ছিলেন বিশেষ অতিথি।

ঝালকাঠি ডিবেটিং সোসাইটির (জেডিএস) পরিচালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি গ্রুপ অংশ নেয়। প্রধান অতিথি প্রতিযোগীদের হাতে ‘স্মারক’ তুলে দেন। অতিথিদের শুভচ্ছো পুরস্কার হিসেবে ‘বই’ দেয়া হয়। সরকারি গণগ্রন্থাগার মিলনয়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন লাইব্রেরি ইনচার্জ মো. শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন- শিক্ষক ও কবি শুক্লা ওঝা।

ঝালকাঠি আজকাল