• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: “মুজিববর্ষের শপর্থ,জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগান নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জেলেদের নদী থেকে জাটকা আহরণ, বাজারজাতকরণ, মজুত ও বিক্রি করা যাবে না। রবিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো: জোহর আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রেস ক্লাব সভাপতি  চিত্তরঞ্জন দত্ত, জেলা সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক এই সপ্তাহের জাটকা আহরণ বন্ধ রেখে দেশের ইলিশ মাছের উৎপাদন  বৃদ্ধিতে সহায়তা করার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান।

এদিকে ঝালকাঠির রাজাপুরে স্বাস্থ্যবিধি মেনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা জাটকা সংরক্ষণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলেদের অংশগ্রহনে উপজেলা পরিষদের পুকুরে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারি কমিশনার (ভূমি) অনুজা ম-ল, উপজেলা সহকারি মৎস কর্মকর্তা মো. মোজ্জামেল হোসেন প্রমূখ।

ঝালকাঠি আজকাল