• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সার বীজ অর্থ সহায়তা প্রদান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। কৃষকদের সহায়তা প্রদানের জন্য রবি ২০১৯-২০ মৌসুমের ভূট্টা,মুগ ও বসতবাড়ির পাশে শাক-সবজি উৎপাদনের লক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ। সদর উপজেলায় ১ হাজার ৫৫০ জন কৃষককে জনপ্রতি ২ কেজি ভূট্টা ও ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০কেজি ও নগদ ৫০০ টাকা করে সহায়তা দেয়া হয। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তাব্যে খান আরিফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব সরকার। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার বলে আজ দেশে সকল পর্যায়ে উন্নায়ন হচ্ছে। ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিনামূল্যে সার,বীজ ও অর্থ সহায়তা দিচ্ছেন। কৃষক ভাইয়েরা সার,বীজ সঠিক ব্যবহার করে কৃষি উৎপাদন করে কৃষিতে দেশের উন্নয়ন গঠাবেন। আর আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন।

ঝালকাঠি আজকাল